ব্রাহ্মণবাড়িয়ায় রমজানের প্রথম প্রহরে ভারী বর্ষন, জনজীবন বিপর্যস্ত
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রমজানের প্রথম প্রহরে ভারি ধরনের বৃষ্টিপাত হয়েছে । থেমে থেমে শুরু হওয়া বৃষ্টিপাতের ফলে শহরের অধিকাংশ সড়কই পানির নীচে তলিয়ে গেছে। এতে করে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারি বর্ষনের ফলে শহরের টেংকের পাড়, হালদার পাড়া, কালইশ্রী পাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এছাড়াও বৃষ্টিপাতের ফলে অধিকাংশ সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান অনেকটাই ঝিমিয়ে রয়েছে।
বিশেষ করে অন্যতম ব্যবসায়ীক প্রানকেন্দ্র সড়ক বাজার, আনন্দ বাজার, মেড্ডা বাজার ও ফারুকী বাজারের চিত্র পুরোটাই ভিন্ন। যেখানে ভোর না হতেই মানুষের উপচে পড়া ভীড়ে ঠাসা থাকত সে বাজারে এখন মানুষের উপস্থিতি নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে না থাকায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছিল চরম বিপাকে।