সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে এসএসসি পরীক্ষায় ফলাফলে ধস্ 

বাঞ্ছারামপুর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এ বছর ফলাফলে ধস্ নামায় চিন্তিত হয়ে পড়েছেনে অভিভাবকরা।তারা এটিকে মোবাইল সংস্কৃতি না-কি পরীক্ষার পদ্ধতিগত সমস্যার কারনে এমনটি হচ্ছে তা বুঝে উঠতে পারছেন না বলে জানান একাধিক অভিভাবক।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ছাত্রীর পিতা বলেন,-‘আমার মেয়ে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।সে ৮ম শ্রেনীতে জিপিএ৫ পেয়েছিলো।টেষ্টেও ভালো করে।কিন্তু আজকে রেজাল্টে সে পায় মাত্র জিপিএ ফোর।শুনেছি স্কুলটিতে বহু ছাত্রী আশাতীত রেজাল্ট করতে পারেনি।এ বছর ২ শতাধিক ছাত্রী পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৮ জন।গত বছর ছিলো দ্বিগুন।এর আগের বছর তার’চে বেশী।পাশের হার এ বছর মাত্র ৮৭%।’’

জানা গেছে,সে তুলনায় ফলাফল মূল্যায়ন করলে সদরের মধ্যে বালিকার চেয়ে বালক মানে এসএমপাইলট উচ্চ বিদ্যালয় বেশ ভালো করেছে।তাদের ১৬৬ জন পরীক্ষা দিয়ে ১৫১জন পাশ করে।এ প্লাস পায় ২১জন।বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ও তাই।

ধারিয়ারচর ওমর আলী উচ্চ বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন বিএসসি জানান, আমার স্কুলেও এ বছর পাশের হার যেমন তেমন জিপিএ৫ কম হয়েছে।এতে আমি চিন্তিত।

বাঞ্ছারামপুর উপজেলার ২১ টি স্কুলের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত স্কুল গুলো হলো রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় ২১টি,বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ২১,রুপুসদী জামিদা মনসুর আলী হাই স্কুল ১০,বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ৮টি,ভুড়ভুড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৬টি , শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় ৬টিিউজান চর কে এন উচ্চ বিদ্যালয় ৫টি, বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয় ৫টি,মরিচাকান্দি ডিটি একাডেমী ৩ পি,এইচ কে আছমাতুন্নেছা হাই স্কুল কলাকান্দি ৩টি,আশ্রাফবাদ হাই স্কুল ৩টি,দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা হাই স্কুল ৩টি, ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় ৩টি খাল্লা হাই স্কুল ১টি,ফরদাবাদ হাইস্কুল ১টি

 

Print Friendly, PDF & Email