বুধবার, ২৩শে মে, ২০১৮ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিন শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুমিল্লার নাশকতার দুই ও নড়াইলে মানহানির একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের আবেদনে তা পিছিয়ে গেল।

আজ সোমবার এই তিন মামলার মধ্যে দুটি শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য সময় চাইলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এ দটি আবেদন ৬৪ ও ৬৫ নম্বর ক্রমিকে ছিল।

এর আগে গতকাল রবিবার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট খালেদা জিয়ার জামিন বহাল রাখলেও কয়েকটি মামলায় গ্রেপ্তার থাকার কারণে এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই কেবল তিনি জামিনে মুক্তি পাবেন বলে তার আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইফতারের গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

এক বছরে দুদকের মামলার জালে ২৮৮ সরকারি কর্মকর্তা

তিন মামলায় খালেদা জিয়ার ফের জামিন শুনানি বুধবার

‘নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরির জন্য ক্রসফায়ার চলছে’

‘ঈদের সময় ভোগান্তি বা দুর্নীতির তথ্য পেলে কঠোর ব্যবস্থা’

‘প্রধানমন্ত্রীর চেয়ে মোড়লগিরি করছেন শেখ হাসিনা’