সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বর্জ্রপাতে শিক্ষার্থী নিহত

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ‘‘আম্মা প্রাইভেট পইরা আইসা জুম্মা নামাজ পড়–ম।তারপর,তোমার হাতের রান্না করা মাংস খামু’-এ কথাগুলো বলেই ঘর হতে বের হয়েছিলো মনির,প্রাইভেট পড়া শেষ করে বাড়ি আসতে শুরু করে তারপর …’’-তিনি আর বলতে পারেন নি।আহাজারী করতে করতে তথ্যগুলো জানায় সদ্য পুত্রহারা মনিরের মা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা গ্রামের মো.জিতু মিয়ার ছেলে আজ দুপুর ১টার দিকে বর্জ্রপাতে নিহত হয়েছে বলে জানা গেছে। খোজ নিয়ে জানা গেছে,প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে আকষ্মিক বর্জ্রপাতে পথিমধ্যেই বর্জ্রপাতের স্বীকার হয় উপজেলার ছলিমাবাদ স্কুলের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র মো.মনির হোসেন।এলাকাবাসী দ্রুত এম্বুলেন্সে করে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে আরো আগেই মারা গেছে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা.আল মামুন।

নিহত মনিরের বন্ধুরা জানায়,মনিরের স্কুলে পরীক্ষা চলছিলো।মনির পড়ালেখায় বেশ মেধাবী ছিলো।তার আর পরীক্ষা দেয়া হলো না।জানা গেছে,মেধাবী মনিরের বর্জ্রপাতে নিহতের ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।

Print Friendly, PDF & Email