সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

১৫০ বছরে পা রাখল ঐতিহ্যবাহী সেন্দ মেলা

সাইফুর রহমান বিজয় : ব্রাহ্মণবাড়িয়া শহরের অদৃরে রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের শ্রী কালী মন্দিরে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়ছে।বাংঙ্গালী কিংবা গ্রাম বাংলার ঐতিহ্য বৈশাখী মেলা।তাই ঐতিহ্যের ১৫০ বছর ধরে চলা এই মেলাটি সেন্দ গ্রামের ঐতিহ্য বহন করে চলেছে।

১৫০ বছর পার করতে নানান প্রতিকৃলতায় পরতে হয়ছে বলে জানান পৃজা ও মেলা কমিটির প্রধান নারায়ন চন্দ্র সাহা,তবে বর্তমানে সকলের সহযোগীতায় প্রতি বছর আনন্দমুখর পরিবেশে মেলাটি পালন করতে পারছে।মেলার সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়ছে।

Print Friendly, PDF & Email