শুক্রবার, ১৫ই জুন, ২০১৮ ইং ১লা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে ভাম্যমান আদালতে দুই নারীর ৭ দিন করে সাজা

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবাসিক এলাকায় চুরি করার অপরাধে দুই নারীকে ৭ দিন করে সাজাঁ দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার বিকালে উপজেলা কার্যালয়ে তাদের এই সাজাঁ দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হল উপজেলার আলমনগর এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী রাজিয়া (৫০) ও একই এলাকার রফিকুলের স্ত্রী কল্পনা (৩০)। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আবাসিক এলাকায় চুরি করার সময় হাতে নাতে তাদের আটক করেছে একাডেমিক সুপারভাইজার ও উপজেলা নির্বাহী অফিসার। পরে তাদের উপজেলা কার্যালয়ে নিয়ে এসে চুরি করার অপরাধে প্রত্যেককে ৭ দিন করে সাজাঁ দেয়া হয়। সন্ধায় তাদের আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসূমী বাইন হীরা জানান, বিভিন্ন আবাসিক এলাকায় চুরি করার অপরাধে তাদের হাতে নাতে ধরতে পারায় প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email