নেপালে প্রাণহানিতে শোবিজেও শোকের মাতম
বিনোদন প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। সারা বিশ্বেই চলছে শোকের মাতম। সব পর্যায়ের মানুষই শোক প্রকাশ করছের যার যার নিজের মতো করে। ঘরে-বাইরে সবখানেই আলোচনার বিষয় এখন নেপালের দূর্ঘটনা।
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট, ক্রুসহ বাংলাদেশি ৩৬ জনের মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকি ১০ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারকাদের ফেসবুক জুড়েও শোকের ছায়া।
সুবর্ণা মুস্তাফা ফেসবুকে লিখেছেন,‘ইউ এস বাংলার সকল যাত্রী এবং ক্র ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা।’ আরও শোক জানিয়েে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘অস্থির লাগে… আর পারি না… অচেনা মানুষগুলোকে খুব কাছের পরমাত্মীয় মনে হয়..’
জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন,‘আহ্ হা রে জীবন! বুকটার ভেতর তছনছ করছে এদের স্বজনদের কথা ভেবে।টেলিভিশন নিউজ থেকে চোখ সরাতে পারছি না ।এতো লাশ বাংলাদেশকে বইতে হবে । ইউ এস বাংলা বিমান বিদ্ধস্ত ,নেপালে,বাংলাদেশের ৩২ জন যাত্রী ছিল।’
বিমান দুর্ঘটনার খবর চাউড় হওয়ার সঙ্গে সঙ্গেই নেপাল ভিত্তিক একটি ইংরেজি খবরের লিঙ্ক শেয়ার করে নির্মাতা ফারুকী বিস্ময় প্রকাশ করেন।‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন ‘বাংলাদেশের উড়োজাহাজ নেপালে বিধ্বস্ত’-এমন শিরোনামের একটি সংবাদ নিজের ওয়ালে শেয়ার করে লিখেন: ইশশ ..মেইনটেন্স নিয়ে আমি কতবার আশঙ্কার কথা বলেছি.. কতবার । আমাদের রক্ষা করুন।
শাকিব খান লিখেছেন, ‘দুর্ঘটনায় নিহতদেড় আত্নার মাগফেরাত কামনা করছি। যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ বিধ্বস্ত বিমান আর লাশের সারির দুটি ছবি পোস্ট করে ফেসবুকে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, ‘আমরা মর্মাহত, শোকাহত।’
অপু বিশ্বাস ফেসবুকে আমরা শোকাহত লেখা একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন। বিমান বিধ্বস্তের খবর শোনা মাত্রই অভিনেতা ইরেশ যাকের লিখেন: যাত্রী ও ইউএস বাংলার বিধ্বস্ত বিমানটির ক্রু এবং তাদের পরিবারের জন্য ঈশ্বরের উদ্দশ্যে প্রার্থনা।
নায়ক সাইমন শোক জানিয়ে লিখেছেন, ‘অন্তরটা কেঁপে গেল।’ কাজী নওশাবা আহমেদ একটি নিউজ লিঙ্ক শেয়ার করে লিখেন: প্লিজ, প্রে!
নির্মাতা তানিম রহমান অংশু বলেন: বিমান দুর্ঘটনায় সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। তখনো বিমান দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। সবার মতোই অনিশ্চিত ছিলেন দেশের তারকারাও। বিমান দুর্ঘটনার খবর শুনেই তিনি লিখেছিলেন, প্রার্থনা! সবাই যেন সুস্থ থাকে। আয়নাবাজি খ্যাত অমিতাভ রেজা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘এই রাত যাতে আর না আসে আর আমার বাংলাদেশে’
সংগীতশিল্পী শফিক তুহিন, নায়ক নিরব, ইমন, ভাবনা, তানহা তাসনিয়া, কেয়াসহ কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানের যাত্রীদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন অভিনয় শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী, নাট্যকর্মীসহ শিল্প সাংস্কৃতি অঙ্গনের মানুষেরাও।