শনিবার, ১৭ই মার্চ, ২০১৮ ইং ৩রা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

অনুশীলনে মাথায় আঘাত পেলেন জনসন

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন জনসন। তবে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া লিগে। পাকিস্তান সুপার লিগে না খেলে প্রস্তুতি নিচ্ছিলেন আইপিএলের জন্য। এই অনুশীলন চলাকালেই মাথায় গুরুতর আঘাত পেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

মাথায় আঘাত পেয়ে ইনজুরির শিকার হওয়ার কথা জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে জনসন উল্লেখ করেন, ‘রক্ত এবং কাঁটাছেঁড়া ভালো না লাগলে ছবিগুলো দেখবেন না!’ পরক্ষণেই সবাইকে স্বস্তি এনে দিয়ে জনসনের দাবি, ‘আমি সুস্থ আছি।’

এদিকে আঘাতটি গুরুতর ছিল জনসনের। দ্রুত শল্যবিদের ছুঁড়ির নিচে চলে যাওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি। তবে মাথায় ১৬টি সেলাই পড়ে। অস্ত্রোপচারের ভালোই আছেন এই ফাস্ট বোলার। থাম্বস আপ চিহ্ন দেখিয়ে নিজেই পোস্ট করেছেন নিজের ছবি। চলতি মৌসুমে আইপিএলে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুলিশের সামনেই টাইগার সমর্থকদের ‘পেটাল’ লংকানরা

সাকিব-মাহমুদউল্লাহদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

জাতীয় পরিচয়পত্রের নম্বরে আপনার কি তথ্য রয়েছে?

৫ কারণে পিএসজি ছাড়ছেন নেইমার

বাড়তি উল্লাসেই ভাঙে ড্রেসিং রুমের কাঁচ

সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!