শনিবার, ১৭ই মার্চ, ২০১৮ ইং ৩রা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

এবার ইমরান খানকে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরীফের পর এবার পাকিস্তানের আরেক নেতা ইমরান খানের দিকেও জুতা ছুড়ে মারা হলো।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাতে একটি র‍্যালিতে অংশ নেন ইমরান খান। সেখানে একটি গাড়িত ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ৬৫ বছর বয়সী এ নেতা।

বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে একটি জুতা ছুটে আসতে থাকে ইমরান খানকে লক্ষ্য করে। তবে জুতাটি অল্পের জন্য তার গায়ে লাগেনি। জুতাটি এসে লাগে ইমরান খানের পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে।

ইমরান খানের দিকে যিনি জুতা ছুড়েছিলেন, আশেপাশের জনগণ সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ইমরান খানও ওই মুহূর্তে স্থান ত্যাগ করেন।

পাকিস্তানের রাজনৈতিকদের ওপর জনগণের পক্ষ থেকে এটি ছিল এ সপ্তাহের তৃতীয় হামলা এবং দ্বিতীয় জুতা নিক্ষেপ।

গত রোববার (১১ মার্চ) একটি ইসলামি জলসা অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিকে জুতা ছুড়ে মারেন কিছু শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এর ঠিক একদিন আগে, শনিবার (১০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় উগ্রপন্থী মাদ্রাসাছাত্ররা তার ওপর অতর্কিতে চড়াও হয়। এসময় শত শত মানুষের চোখের সামনে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়। এ ঘটনার অভিযোগে একজন গ্রেফতার হয়েছিলেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সাকিব-মাহমুদউল্লাহদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

ইসলাম জার্মানির অংশ : জার্মান চ্যান্সেলর

সিরিয়ায় হাজার হাজার নারী ও শিশু ধর্ষিত : জাতিসংঘ

বিরাট-আনুশকার নকল করে বিতর্কিত বান্দেগি-পুনেশ

হতভাগ্য এই দুই যাত্রীকে চেনেন?