শনিবার, ১৭ই মার্চ, ২০১৮ ইং ৩রা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার নেপাল যাচ্ছে মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক : ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার সকালে নেপালে যাচ্ছে বাংলাদেশের একটি মেডিকেল টিম।

বৃহস্পতিবার সকাল ১১টায় সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিনের নেতৃত্বে ৮ সদস্যের এই টিম নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে বলে নিশ্চিত করেছেন ঢামেক এর বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ৮ সদস্যের একটি টিম নেপাল যাচ্ছে আগামীকাল। টিমে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, আইসিইউ এবং পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা থাকবেন।

এই টিম নেপালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসায় নেপালি চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।

নেপালে বিএস-২১১ এর মর্মান্তিক ঘটনার পর সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী।

বুধবার এই বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের করণীয় নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের জরুরি সভায় বার্ন ও অর্থপেডিক চিকিৎসকদের সমন্বয়ে একটি টিমকে যত দ্রুত সম্ভব নেপালে পাঠানোর নির্দেশ দেন তিনি।

Print Friendly, PDF & Email