শনিবার, ১৭ই মার্চ, ২০১৮ ইং ৩রা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তেজনার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফির ফাইনালের আশা বাচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই টাইগারদের। সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিং পছন্দ করেছে টাইগার দলনায়ক মাহমুদুল্লাহ বাহিনী।

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে লঙ্গানদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ৫উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আজ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও ফাইনালে জায়গা করে নেওয়ার মিশন।

আজকের ম্যাচে ভারত ও বাংলাদেশ দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দলে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা হয়েছে আবু হায়দার রনির। অন্যদিকে ভারতীয় দলে জয়দেভ উনাড়কটের বদলে এসেছেন মোহাম্মদ সিরাজ। আজকের ম্যাচেই সিরাজের অভিষেক হবে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ,  আরিফুল হক, নাজমুল ইসলাম অপু. হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা,শিখর ধাওয়ান, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুলিশের সামনেই টাইগার সমর্থকদের ‘পেটাল’ লংকানরা

সাকিব-মাহমুদউল্লাহদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

৫ কারণে পিএসজি ছাড়ছেন নেইমার

বাড়তি উল্লাসেই ভাঙে ড্রেসিং রুমের কাঁচ

‘নো’ তুলে নেওয়ার পরেই মাহমুদউল্লাহ-সাকিব ক্ষোভ দেখান

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ