বৃহস্পতিবার, ১৫ই মার্চ, ২০১৮ ইং ১লা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

‘মানসিক প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ’

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে। পরের ম্যাচেই মুশফিকের ব্যাটে চড়ে রেকর্ড গড়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। মানসিকভাবে প্রস্তুত থাকার কারণে এমন জয় এসেছিল বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশের জন্য শেষ কিছুদিন ধরে জয়টা হয়ে গিয়েছিল সোনার হরিণ। এই কিছুদিন আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ দুই সিরিজে হেরে যায় লাল-সবুজের দল। শ্রীলঙ্কায় এসেই আকাঙ্ক্ষিত জয়টা পায় বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখতে সতীর্থদের তাগিদ দিলেন মাহমুদউল্লাহ।

আজ মঙ্গলবার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘মানসিক প্রস্তুতিটা এখনই নিয়ে ফেলতে হবে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছিলাম কারণ আমাদের মানসিক প্রস্তুতি ছিল। সবাই একটা জয় চাচ্ছিলাম। দলের প্রত্যেক সদস্য সবাই খুব করে জিততে চাচ্ছিলাম। তাই আমরা পেরেছি।’

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। আগামীকাল আবারও একই প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা ছিল তলানিতে। ফিরতি লড়াইয়ের ঠিক আগে এবার অবশ্য বাংলাদেশ বেশ উজ্জীবিত দারুণ এক জয় পেয়ে।

তাই বাংলাদেশ সাহস পাচ্ছে এগিয়ে যাওয়ার। ভারতের বিপক্ষে জয় পাওয়া ‘সম্ভব’ বলেও মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরা যদি মানসিক প্রস্তুতি নিয়ে সেভাবে খেলতে পারি, তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে কলম্বোতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রেমাদাসায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

Print Friendly, PDF & Email