রক্ত পরিশোধিত করে পটল
পটল ভাজি কিংবা রান্না যেভাবেই খাওয়া হোক কেন তা খেতে খুব সুস্বাদু। এর রয়েছে নানা পুষ্টিগুণ।
পটলে নানা ধরনের ভিটামিন, খনিজ এবং পুষ্টি উপাদান রয়েছে। এতে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা দূর করে।
পটলে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে। যা স্বাস্থ্যের জন্য দারুন উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কম পরিমানে ক্যালরি এবং বেশি পরিমানে আঁশ থাকায় পটল ওজন নিয়ন্ত্রণেও দারুন ভূমিকা রাখে। ১০০ গ্রাম পটলে মাত্র ২০ ক্যালরি থাকে। একারণে ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় নিয়মিত পটল রাখা উচিত।
পটলে ভিটামিন এ বিদ্যমান থাকায় এটি চোখের জন্যও দারুন উপকারী। গবেষকরা জানান, চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পটল খাওয়া দরকার।
এটি হৃদরোগের জন্যও বেশ কার্যকরী। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত পটল খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, যা হৃদরোগের জন্য খুব উপকারী।
রক্ত পরিশোধিত করে পটল।এছাড়া প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে। এ কারণে এটি ডায়বেটিস রোগীদের জন্যও বেশ কার্যকরী।
ক্যালসিয়াম,ফসফরাস এবং ম্যাগনেশিয়াম থাকায় এটি হাড় মজবুত করতে সাহায্য করে।
ভিটামিন এ,সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় পটল ত্বকের জন্য উপকারী। এছাড়া বয়সের ছাপ প্রতিরোধ করতেও সাহায্য করে পটল। সূত্র : নাইনটিনাইনকিউর