বৃহস্পতিবার, ১৫ই মার্চ, ২০১৮ ইং ১লা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

একরাম হত্যা মামলার রায় মঙ্গলবার

ফেনী প্রতিনিধি : ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার। সকালে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক মামলাটির রায় ঘোষণা করার কথা রয়েছে।

আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, ইতিমধ্যে মামলার ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, সাফাই সাক্ষ্য, আসামি পরীক্ষা, উভয় পক্ষে যুক্তিতর্কসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন শুধু রায় ঘোষণার অপেক্ষা। তিনি ইতিপূর্বে আদালতে মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

প্রসঙ্গত, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হন।

বর্তমানে ৩৫ জন কারাগারে ও বাকিরা পলাতক। ১০ জন আসামি জামিন পাওয়ার পর পলাতক থাকেন। ১১ আসামি এখনো পুরোপুরি অধরা। একরামের মৃত্যুর পর তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

Print Friendly, PDF & Email