মালয়েশিয়া অনলাইন প্রতিনিধি বাসায় সন্ত্রাসীর হামলা
                মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়া  বাংলাদেশী অনলাইন পোর্টাল  সাংবাদিক ও মালয়েশিয়াস্ত ব্রাক্ষণবাড়িয়া জেলার এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মোঃ শামীম সরকারের  বাসায়  মালয়েশিয়া বসবাসরত নায়ানগন্জের ৬/৭ জন বখাটে সন্ত্রাসী ডাকাতি উদ্দেশে হামলা চালায়।  হামলা চালিয়ে যাওয়ার এক মূহুর্তে শামীমের উপর দেশীয় কিছু অস্র দিয়ে মারধর করে গুরতর আহত করে।
              
              
              
                আহত মোঃ শামীম সরকার আমাদেরকে বলেন খবর পেয়ে আমার পাশের রুমের অবস্থানরত দুই প্রতিবেশী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসলে তার উপর ও হামলা করেন।বখাটে সন্ত্রাসীরা মালয়েশিয়া ঘোমবাক শহরে বসবাস করেন।বখাটে সন্ত্রাসীরা হল মালয়েশিয়া বসবাসরত নারায়ণগঞ্জের মোঃ আতাউর রহমান,সজীব, বাবু,মুছা, শিগী প্রমুখ।জানা যায় এই সন্ত্রাসীরা এর আগেও ঘোমবাক এলাকায় রাতে বিভিন্ন স্থানে ছিনতাই করার অভিযোগ রয়েছে।তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অনেক বাংলাদেশীরা রাতের বেলা মালয়েশিয়া ঘোমবাক শহরে চলাচল করতে পারে না।
              
              
              
                এ সময় সন্ত্রাসবাদীদের  বিরুদ্ধে পুলিশ রিপোর্ট করার সিদ্ধান্ত নিলে মোঃ শামীম সরকারকে প্রাণনাশের হুমকি দেন বখাটে সন্ত্রাসীরা ।এই বিষয়গুলো মালয়েশিয়া বাংলাদেশী কমিউনিটি নেতাদের বিষয়টি জানানো হলে তাদের তীব্র নিন্দা প্রকাশ করেন।
              
              
              
                সেটাপাক মডেল থানার অফিসার  ঘটনা শুনেছেন বলে জানান, এবং অভিযোগ দিলে আসামীদের গ্রেফতার করা হবে।
              
              
              
        













