মঙ্গলবার, ১৩ই মার্চ, ২০১৮ ইং ২৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

কক্সবাজারে ৩৯ বিদেশি নাগরিক আটক

বাংলাদেশে কাজের যথাযথ অনুমতি ছাড়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করায় ৩৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে আটক করা হয়। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উচ্চ বালিকা বিদ্যালয় গেট থেকে তাদের আটক করা হয়েছে। সেখানে চেকপোস্টে রোহিঙ্গা শিবির অভিমুখী বিদেশি এনজিওদের গাড়ি তল্লাশি করে এই ৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের এ কথা নিশ্চিত করে জানিয়েছেন,‘তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ জানা গেছে, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন এনজিওর হয়ে কাজ করছেন।

এর আগে কক্সবাজারের উখিয়া থেকে গত ২৩ ফেব্রুয়ারি ১১ বিদেশি নাগরিককে আটক করে র‍্যাব। পরে শর্তসাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email