মঙ্গলবার, ১৩ই মার্চ, ২০১৮ ইং ২৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

‘পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়’

নিজস্ব প্রতিবেদক : পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয় বলে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি, জনজীবনে হুমকি, মানুষ ও জানমালের ক্ষতি করে এমন ছাড়া স্বাভাবিক কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। যেসব ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকে সেখানে পুলিশের উপস্থিতি থাকে। তবে পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়।

আজ রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

অস্ত্র হাতে জাতীয় প্রেসক্লাবের ভেতরে কয়েকজন মহড়া দিয়েছেন, তারা পুলিশ সদস্য ছিল কিনা জানতে চাইলে আইজিপি বলেন, মহড়া নয়, সেখানে প্রয়োজন থাকায় পুলিশ সদস্যরা বৈধ অস্ত্র প্রদর্শন করেছিল। কাউকে গ্রেফতার করতে কিংবা অভিযানের প্রয়োজনে হয়তো অস্ত্র প্রদর্শন করতে হয়েছে।

Print Friendly, PDF & Email