মঙ্গলবার, ১৩ই মার্চ, ২০১৮ ইং ২৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

ডি ভিলিয়ার্সের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লিড

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত শুরুর পরও মাঝে খেই হারিয়ে ফেলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে এক প্রান্ত ধরে খেলে ঠিকই দলকে লিড এনে দিলেন ডি ভিলিয়ার্স। দ্বিতীয় দিন শেষে সফরকারী অস্ট্রেলিয়া থেকে ২০ রানে এগিয়ে আছে স্বাগতিক শিবির।

সেন্ট জর্জেস পার্কে ১ উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২৯ রান করে নাইটওয়াচম্যান রাবাদার বিদায়ের পর তৃতীয় উইকেটে হাশিম আমলার সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন ডিন এলগার। দুইজনের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল দলটি।

তবে হঠাৎ ছন্দপতন ঘটে। দলীয় ১৫৫ রানে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটসম্যান। এলগার ৫৭ আর আমলা করেন ৫৬ রান। এরপরও দ্রুত বিদায় নেন তিন ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি (৯), ডি ব্রুইন (১) ও কুইন্টন ডি কক (৯)।

দিনের বাকি সময়টা ফিল্যান্ডারকে নিয়ে দলকে লিড এনে দেন ডি ভিলিয়ার্স। ১৪টি চারে ৭৪ রান নিয়ে অপরাজিত আছেন এই তারকা ব্যাটসম্যান। আর ফিল্যান্ডার আছেন ১৪ রান নিয়ে। অস্ট্রেলিয়ার হয়ে মার্শ ও প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে স্বাগতিক দলের সংগ্রহ ৭ উইকেটে ২৬৩ রান।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সাড়ে তিনদিনেই হার মানলো অস্ট্রেলিয়া

এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন : মুশফিক

দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

এপ্রিলে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বিরাটের সঙ্গ দারুণ উপভোগ করছেন আনুশকা

নিদাহাস ট্রফি শেষেই কোচ পাচ্ছেন মুশফিকরা