শনিবার, ১০ই মার্চ, ২০১৮ ইং ২৬শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে প্রায় ১২শ ফাঁড়ি স্থাপনের অনুমোদন ভারতের

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ১২শ ফাঁড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার দেশটির লোকসভায় এ তথ্য জানান। তিনি আরও জানান, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তের জন্য ইতোমধ্যে বর্ডার প্রোটেকশন গ্রিড (বিপিজি) গঠন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।

এক প্রশ্নের লিখিত জবাবে কিরেন রিজিজু বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের জন্য এক হাজার ১৮৫টি ফাঁড়ির অনুমোদন দিয়েছে সরকার। বক্তব্যে তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিপিজি গঠন করা হয়েছে।

রাষ্ট্রীয় কর্তৃপক্ষসহ অন্যান্য অংশীদারদের সমন্বয়ে গঠিত বিপিজি সীমান্তের ওপার থেকে আসা হুমকিগুলো অব্যাহতভাবে পর্যালোচনা করতে থাকবে। সীমান্তে অপরাধের ধরনসহ অন্যান্য সন্দেহজনক কর্মকা- পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে বিপিজি। আর এসবের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কৌশল প্রণয়ন করা হবে। সীমান্ত বেষ্টনীর সামনের উপাদান, কার্যকর সীমান্ত অবকাঠামো, সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা তথ্য ও পুলিশ এই পাঁচটি ধাপে বিপিজি গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email