শনিবার, ১০ই মার্চ, ২০১৮ ইং ২৬শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা ঠেকাতে কমান্ডো মোতায়েন

শ্রীলংকার ক্যান্ডিতে কমান্ডো পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সেখানে কারফিউ জারি করা হয়। মুসলিমবিরোধী দাঙ্গা ঠেকাতে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

চা বাগান ও বৌদ্ধদের প্রাচীন নিদর্শনের জন্যে খ্যাত ক্যান্ডির বিভিন্ন এলাকায় দাঙ্গাবাজরা তা-ব চালায়। এ অঞ্চলে দাঙ্গায় দু’জনের প্রাণহানির পরিপ্রেক্ষিতে কারফিউ’র সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র জানান, ওই এলাকায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও কারফিউ বলবৎ এর লক্ষ্যে শতাধিক কমান্ডো মোতায়েন করা হয়েছে।

এদিকে, দাঙ্গাবাবাজরা মঙ্গলবার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যাওয়া একটি ভবন থেকে একজন মুসলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, একজন সিংহলী পুরুষের প্রাণহানিকে কেন্দ্র করে সোমবার দাঙ্গা সৃষ্টি হয়। এই দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।সূত্র: এএফপি

Print Friendly, PDF & Email