বিশ্বকাপ বাছাইপর্ব দেখল গেইল তাণ্ডব কাকে বলে!
স্পোর্টস ডেস্ক : দুইবারের বিশ্বকাপজয়ী একসময়ের ভয়ংকর দল ওয়েস্ট ইন্ডিজকে এবার বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্ব খেলতে হচ্ছে। এটা নিঃসন্দেহে সাবেক সুপারস্টারদের জন্য পীড়াদায়ক। যাদের ওপর দলকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাদের একজন হলেন ক্যারিবীয় দানব খ্যাত ক্রিস গেইল। বাছাইপর্বের ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাত দেখল গেইলের তাণ্ডব কী জিনিস!
বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে এই আরব আমিরাতের বিপক্ষেই মাত্র ১১৫ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মূল লড়াইয়ে যেন কড়ায় গন্ডায় শোধ নিলো ক্যারিবীয়রা। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আজ ৯১ বলে ১২৩ রানের এক দানবীয় ইনিংস খেললেন গেইল। এছাড়া সিমরন হেটমেয়ার খেললেন ১২৭ রানের বিধ্বংসী ইনিংস। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়াল ৪ উইকেটে ৩৫৭ রান।
ঝড় তোলার সময় গেইলের চারের চেয়ে ছক্কা মারায় মনযোগ বেশি থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। ১২৩ রানের টর্নোডো ইনিংসে ১১টি ছক্কার বিপরীতে হাঁকালেন মাত্র ৭টি বাউন্ডারি। আরেক সেঞ্চুরিয়ান হেটমেয়ারও ৯৩ বলে ১২৭ রানের ইনিংসে হাঁকিয়েছেন ১৪টি চার এবং ৪টি ছক্কা।