বাঙ্গালী আমি বাংলা চাই
(আব্দুল কুদ্দুস মান্না মালাদার)
বাঙ্গালী আমি বাংলা চাই।
              শোষণ সইবনা অন্য ভাষাই
              কতক্ষণ রাখবা বাঙ্গালী জাতি বন্ধি
              ৭ম দাপ্তিরিক ভাষা করলে হবে সন্ধি
              জাতিসংঙ্গে বাংলা চাই।
              অন্য ভাষা গ্রহণ হবে না এই বাংলাই
              বায়ান্ন ভাষা আন্দোলন
              বর্ণমালা মূল্যায়ন
              মাতৃভাষা দিবস পালন
              ৭ম দাপ্তিরিক ভাষাই উন্নয়ন
              বাঙ্গালী জাতি মূল্যয়ন
              ইংরেজীর কাছে রেখ না বন্ধি
              বর্ণমালা নই কেহ কারো প্রতিদন্ধী
              বাংলা নইতো বন্ধি।
 
        













