ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মনবাড়িয়া : চাকুরীতে ৩০ % মুক্তিযোদ্ধা কোটা সংস্কার বা বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশগ্রহন করে। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশীদ, ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাগন।
এ সময় বক্তারা বলেন, কোটা পদ্ধতি মুক্তিযোদ্ধাদের জন্য একটি পুরষ্কার স্বরুপ। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এ কোটা বাতিলের জন্য পায়তারা করছে। তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধা কোটা সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।