ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের বার্র্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম। সভার শুরুতেই ক্লাবের প্রয়াত সদস্য প্রবীণ সাংবাদিক স.ম. সিরাজুল ইসলাম, চিত্রশিল্পী নিজাম ইসলামসহ প্রয়াত সকলের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যকরী পরিষদের সদস্য মোঃ আশিকুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ।
সভায় আলোচনায় প্রেসক্লাবের ৬ষ্ঠ তলার নির্মাণ কাজের ব্যাপারে আলোচনায় সদস্যগণ বক্তব্যে এ নির্মাণ কাজে অনুদান দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার গণমানুষের নেতা, বিশিষ্ট লেখক পার্বত্য চট্রগাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আন্তরিকতায় অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞপন করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহায়তায় প্রেস ক্লাবের শিল্পীত সৌন্দর্যবর্ধ্বন কাজের জন্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভায় বিগত সময়ে প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়ন কাজের সফলতায় সদস্যরা সন্তোষ প্রকাশ করেনএবং সম্মিলিত প্রচেষ্টায় এ উন্নয়ন ধারা অব্যাহত এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধতা পেশাগত মানোন্নয়নে সকলকে নিবেদিতভাবে কাজ করার আহবান জানানো হয়।
সভায় সম্মানিত সদস্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সৈয়দ মিজানুর রেজা, দৈনিক সমতট বার্তার সম্পাদক ও চ্যানেল আই জেলা প্রতিনিধি মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাওসার এমরান, রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, দৈনিক পেনব্রিজ এর সম্পাদক এমদাদুল হক, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদত ও সাংবাদিক মজিবুর রহমান খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য মোঃ আশিকুল ইসলাম, শাহজাহান সাজু, সাংবাদিক পিযুষ কান্তি আচার্য, শেখ মোঃ শহিদুল ইসলাম, মোখলেছুর রহমান জীবন, নিয়াজ মুহাম্মদ খান বিটু, এইচ এম সিরাজ, জসিম উদ্দিন, মোশাররফ হোসেন বেলাল, উজ্জল চক্রবর্তী, নজরুল ইসলাম ভূইয়া, জালাল উদ্দিন রুমি, মোজাম্মেল চৌধুরী ও মীর মোঃ শাহীন।