সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে তিন বেকারীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জ প্রতিনিধি : নোংরা পরিবেশে খাবার রাখাসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনটি বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জ বাজারে তিনটি বেকারিতে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ভুমি শাহিনা আক্তার ও র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করে ।

আশুগঞ্জ বাজারে নোংরা পরিবেশ ও খাবারের মান অক্ষুন্ন না রাখার কারনে প্রথমে আরাফাত বেকারিকে ৭০ হাজার টাকা, আনন্দ বেকারিকে ৪০ হাজার টাকা ও রাসেল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় র‌্যাবের-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের উপপরিচালক চন্দন দেবনাথসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার সাংবাদিকদের জানান, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এই তিন বেকারীকে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। এছাড়াও বেকারীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে তাদের দুই মাস সময় দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email