সিলেটে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় নিহত ৩
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর তোলার সময় মাটি চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার বিকালে শাহ আরফিন টিলায় প্রায় ৭০ ফুট গভীর গর্ত করে অবৈধভাবে পাথর তোলার সময় ধস নামলে কয়েকজন শ্রমিক চাপা পড়েন।
ঘটনার পরপরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করলেও আফাজ উদ্দিন (৪৩) ও জহির মিয়া নামে দুজন নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।
নিহত সবার বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। এ ঘটনায় আহত এক শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তোলার চেষ্টায় আটজনের মৃত্যু হল।
গত রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচজনের মৃত্যু হয়।