সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা ৩ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংষ করা হয়েছে। সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের অদূরে তিতাস নদীর তীরে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

মাদকদ্রব্যগুলোর মধ্যে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন বিদেশী মদ ও নিষিদ্ধ সিরাপ রয়েছে। মাদক ধ্বংসকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুনীর কামাল, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদসহ উর্দ্ধতন বিচারকগন উপস্থিত ছিলেন।

এসব মাদক দ্রব্য গত তিনমাস যাবৎ বিখিন্ন মামলার আলামত হিসেবে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মালখানায় ছিল।

 

Print Friendly, PDF & Email