সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

প্রথম প্রহরেই শহিদদের শ্রদ্ধাঞ্জলী

মাজহারুল করিম অভি  :মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের মানুষের ঢল নেমেছে।

বুধবার প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র.আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক রেজওয়ানোর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহিদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।আগে থেকেই শহিদ মিনারের দিকে মানুষের ঢল নামে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ছাড়াও নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।

এর আগে একুশের প্রথম প্রহরে র.আ.  উবায়দুুুল মোকতাদির চৌধুরী এমপি,  জেলা প্রশাসক রেজওয়াণুুুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহামান।

পরে মোকদির চৌধুরী এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জেলা পরিষদ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সুশীল সমাজের সকলেই পুষ্পস্তবক অর্পণ করেন।

Print Friendly, PDF & Email