মঙ্গলবার, ১৯শে জুন, ২০১৮ ইং ৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মানবদেহের কিছু অজানা ও মজার তথ্য

বলা হয়ে থাকে পৃথিবীতে যত গঠনতন্ত্র আছেতার মাঝে সবচাইতে  জটিল গঠনতন্ত্র হচ্ছে মানবদেহ। মানব দেহ নিয় আজো চলছে নানা ধরণের গবেষণা। তবে মজার বিষয় হচ্ছে এই এই মানবদেহে প্রতিনিয়ত ঘতছে নানা ঘটনা। যা আমাদের দেহ হলেও আমরা এগুলো জানি না বা টের পাই না। আজ আমরা তেমনই কিছু মজার তথ্য জানব মানিব দেহ নিয়ে যা আপনার হয়তো অজানা। আসুন তাহলে জেনে নেই মানিব দেহ নিয়ে অজানা ও মজার তথ্যগুলো।

০১. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

০২. জিহ্বা মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি।

০৩. আঙ্গুলের ছাপের মতো, প্রত্যেক ব্যক্তিরই জিহবার ছাপ আলাদা।

০৪. যদি আপনি ৭০ বছর বেঁচে থাকেন তবে এ সময়ের মধ্যে আপনার হৃদপিণ্ড ৩০০ কোটিবার স্পন্দিত হবে ।

০৫. ৩০০ টি হাড় নিয়ে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।

০৬. ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে আমাদের মাথার খুলি তৈরি।

০৭. হাঁচির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। তাই চোখ খোলা রেখে হাঁচি দেওয়া সম্ভব নয়।

০৮. আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।

০৯. মানুষের মস্তিস্কের গঠন বন্ধ হয়ে যায় ১৮ বছর বয়স থেকে। এরপর থেকে প্রায় ১ হাজার নিউরন নষ্টও হয়ে যেতে পারে।

১০.মানুষের মস্তিস্ক কখনোই বিশ্রাম করেনা, এটা ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।

১১. মানবদেহের প্রতিটি কণাকে কোটি বছর পুরোনো বলে মনে করা হয়।

১২. মানব দেহের ৭০ শতাংশই পানি।

১৩  আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।

১৪. নখ ও চুল শরীরের বাড়তি অংশ, তাই নখ, চুল কাটলে আমরা ব্যথা পাই না।

১৫. একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।

১৬. আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

১৭. সারাজীবনে ১০ হাজার লালা উৎপন্ন করে লালাগ্রন্থি।

১৮. প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।

১৯. আমাদের দেহের সবচেয় বড় হার পাঁজর।

২০.  আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।

২১. রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত

২২. মস্তিস্ক মানবদেহের মাত্র ২ শতাংশ ওজনের হলেও, শরীরের ২০ শতাংশ শক্তি ব্যবহার করে।

Print Friendly, PDF & Email