g স্টাম্প ভেঙে টুকরো করলেন রশীদ খান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

স্টাম্প ভেঙে টুকরো করলেন রশীদ খান

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৪, ২০১৭

---

ডেল স্টেইন, নুয়ান কুলাসেকারা, ওয়াকার ইউনিসের মতো পেসাররা ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে টুকরো করে ফেলেছেন। পেসারদের গোলার সামনে ব্যাটও ভেঙে যেতে দেখা গেছে। তবে স্পিনারদের বলে স্টাম্প ভেঙে দুই টুকরা হয়েছে এমন দৃশ্য ক্রিকেটে খুব একটা বেশি নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এমন দৃশ্য দেখা গেল।

আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় কুমিল্লা ভাইকিংস। চিটাগং ইনিংসের ১৬তম ওভারে দিলশা মুনাবিরাকে বোল্ড করেন রশীদ খান। এই লেগ স্পিনারের বলে মুনাবিরার স্টাম্প ভেঙে দুই টুকরো হয়ে যায়।

ম্যাচ চলাকালেই ধারাভাষ্যকার গৌতম ভিমানি টেলিভিশন দর্শকদের সামনে ভেঙে যাওয়া সেই স্টাম্পটি দেখান। বলটি লেগেছিল ঠিক স্টাম্পের মাথায়। এতে স্টাম্পের ভেতরে থাকা কামেরার অবশ্য কোনো ক্ষতি হয়নি। জায়ান্ট স্ত্রিনে স্টাম্পের দুর্দশা দেখে রশীদ খানও হাসছিলেন।

ম্যাচেও আধিপত্য বজায় রাখে রশীদ খানের দল। চিটাগংকে মাত্র ১৩৯ রানেই বেধে রাখেন কুমিল্লার বোলাররা। ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করে রশীদের দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে সবচেয়ে কম রান দেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন এই আফগান স্পিনার। প্রতি ওভারে মাত্র ৩.৯৩ রান দিয়েছেন তিনি!