g অভিনয়ে ফিরছেন ডিপজল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

অভিনয়ে ফিরছেন ডিপজল

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৫, ২০১৭

---

শারীরিক অসুস্থতা সেরে অভিনয়ে ফিরছেন ডিপজল। আগামী ১ জানুয়ারি তারই প্রযোজনার নতুন চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হবে ।

ছটকু আহমেদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘এক কোটি টাকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন ডিপজল। চলচ্চিত্রটির কিছু অংশের শুটিং এখনও বাকি। এরইমধ্যে একই পরিচালকের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ডিপজল।

ছটকু আহমেদের নতুন চলচ্চিত্রটির নাম ‘পাথরের মন’। চলচ্চিত্রটিতে ডিপজল নতুন রূপে হাজির হবেন বলে জানিয়েছেন নির্মাতা।

এ প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘‘ডিপজল সাহেবকে দেখতে গিয়েছিলাম। তিনি এখন সুস্থ। অভিনয়ে ফিরতে চাইছেন। তার সঙ্গে নতুন ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হলো। একইসঙ্গে অসমাপ্ত ‘এক কোটি টাকা’ চলচ্চিত্রের শুটিংয়েও অংশ নেবেন তিনি।’’

ছটকু আহমেদ জানান ‘পাথরের মন’ চলচ্চিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সায়মন সাদিক।
ডিপজল বলেন, “নতুন করে জীবন ফিরে পেয়েছি। শারীরিকভাবেও এখন সুস্থতা অনুভব করছি। আবার অভিনয়ে ফিরতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

২০ সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। সেদিনই সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হার্টে অস্ত্রোপচার শেষে ৫১দিন পর ৮ নভেম্বর দেশে ফেরেন তিনি।

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান ডিপজল। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রটি মুক্তি পায়। ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর।