g বিনা পয়সায় সিগারেট ও শ্যাম্পেন নিতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিনা পয়সায় সিগারেট ও শ্যাম্পেন নিতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৫, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্যাসিনো মালিক জেমস প্যাকার এবং হলিউডের চলচ্চিত্র প্রযোজক ইসরায়েলি বংশোদ্ভূত আরনন মিলচ্যান স্বপ্নেও কখনো ভাবেন নি তাদেরকে বিনা পয়সায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রীকে নিয়মিত সিগারেট ও শ্যাম্পেন সরবরাহ করতে হবে।

চ্যানেল-টু নামে ইসরায়েলের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত ৭/৮ বছর ধরে নেতানিয়াহু ও তার স্ত্রী সারা প্যাকার ও আরননের পকেটের পয়সায় সিগারেট ও শ্যাম্পেন পান করছেন। তাদেরকে শুধু নেতানিয়াহু ও তার স্ত্রীকেই নয় বরং এই দুজনের পাঠানো এক ভবন পরিদর্শককেও বিনা পয়সায় সিগারেট ও শ্যাম্পেন দিতে হতো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যাকার ও আরননের সহকারী হিসে্বে কাজ করেন হাদাস ক্লেইন । তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর সিগারেট ও শ্যাম্পেনের বিল নিয়মিতভাবে পরিশোধ করতে হতো প্যাকার ও আরননকে। শুধু তাই নয়, এ নেতানিয়াহুর নির্দেশে এক ভবন পরিদর্শকের বিলও চুকাতে হয়েছে এই দুজনকে।

পুলিশের কাছে ক্লেইন বলেছেন, ‘নেতানিয়াহু যা চাইবেন তা দেওয়ার ব্যাপারে তার সঙ্গে আরননের সমঝোতা হয়েছিল।’ জেরুজালেমে শ্যাম্পেন ও সিগারেট পৌঁছাতে এক গাড়ির চালককেও নিযুক্ত করা হয়েছিল বলে জানান ক্লেইন।

নেতানিয়াহুর আইনজীবী জানিয়েছেন, এ ব্যাপারে জানতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পুলিশ তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। নেতানিয়াহু একে উপহার হিসেবে স্বীকা করেছেন। তবে তিনি দাবি করেছেন এগুলো পুরোপুরি বৈধ উপহার ছিল।

এ জাতীয় আরও খবর

  • ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
  • শীতকালে আদার চায়ের যত উপকারিতা
  • সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া
  • স্বামীর যাবজ্জীবন স্ত্রীকে পতিতালয়ে বিক্রির দায়ে 
  • শব্দ শুনেই ৩০০০ পাখির নাম বলে দিতে পারেন দৃষ্টি প্রতিবন্ধী!
  • সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন মারিয়া শারাপোভা
  • সোমবার আত্মসমর্পণ করবেন খালেদা
  • নারী-পুরুষরা যে বয়সে যারে লাগে ভালো
  • ব্যাংককে হাসপাতালে বোমা বিস্ফোরণে ২৪ জন আহত
  • স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু স্বদেশে ফিরে এলেন
  • কিউবায় পরিবর্তন হবে : ওবামা
  • মাকে বাঁচাতে সাহসী বাচ্চা তিমির কাণ্ড (ভিডিও)