ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পশ্চিম অঞ্চলের তিনটি ইউনিয়নসহ প্রায় ৩০/৪০টি গ্রামের মানুষের যাতায়তের একমাত্র রাস্তাটি এখন সংস্কারের অভাবে যাত্রীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকা শহরতলী দাড়িয়াপুর থেকে সাদেকপুর পর্যন্ত আনুমানিক ৮ কিলোমিটার রাস্তা। এ সড়ক দিয়ে সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও পাশবর্তী নব ীনগরের ২ ইউনিয়নসহ ৫ ইউনিয়নের ৩০/৪০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চলাচল করেন।
সড়কের বেশিরভাগ অংশে পাশের মাটি আর ইট-সুরকিসহ বিটুমিন উঠে বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙ্গনের সৃষ্টি হয়ে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েকজন যানচালক জানান, এপথে চলাচলে একদিকে যেমন গাড়ি নষ্ট হচ্ছে তেমনি অতিরিক্ত সময়ও লাগছে।
তারপর রাস্তার দুপাশের মাটি সরে পাশ কমে যাওয়ায় কারণে এখন গাড়ি প্রায় সময় উল্টে যাচ্ছে। যাত্রী কাউছার আহমেদ, হাসান মিয়া ও রোজিনা বেগম বলেন, আমরা আর এই সড়কে চলাচলের সাহস পাই না।
ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুল রাজ্জাক বলেন, আগামী দু মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে।