ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
---
নিজস্ব প্রতিবেদক : “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলা সমবায় কর্মকর্তা তাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলা মামুন সরকার, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সমবায়ের ইতিহাস সুপ্রাচীন।
সমবায় হচ্ছে শক্তি, এ শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আলোচনা সভার পূর্বে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।