ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৪, ২০১৭

---
আশুগঞ্জে রেলসেতুর উপর ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে মোজাম্মেল হক (৩০) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে মেঘনা নদীর উপরের রেলসেতুর উপর দিয়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস থেকে পড়ে ওই যুবক নিখোঁজ হয়।
মোজাম্মেল ময়মনসিংহের গৌরীপুর এলাকার আক্তার খায়ের ছেলে।
নিহতের চাচাত ভাই সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে ভৈরব থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুদের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন মোজাম্মেল। এসময় মোজাম্মেল ট্রেনের জানালার পাশে দাড়িয়েছিলেন। ট্রেনটি ব্রিজের মাঝখানে এসে পৌঁছলে মোজাম্মেল মাথাঘুরে ট্রেন থেকে নদীতে পড়ে যান। স্থানীয় ডুবরিদের সহায়তায় তাকে এখনও উদ্ধারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার ১৩ কেপিআই প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ১১, বিদ্রোহী ২


নিজামীর রায়ে গণজাগরণ মঞ্চের উল্লাস
নিজামীর ফাঁসি বহাল
আশুগঞ্জে আমদানীকৃত সারের মোড়ক পরিববর্তন : প্রতারিত হচ্ছে কৃষক
শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে বিয়ে করছেন ক্রিকেটার আশরাফুল।
আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ একজন আটক