বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

AmaderBrahmanbaria.COM
মার্চ ২০, ২০১৬

---

BGBআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপি নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ১২ বিজিবি ব্যাটালিয়নের পাঁচ প্লাটুন সদস্যকে মোতায়েন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলার সাতটি ইউপি নির্বাচনী এলাকার জন্য দুই প্লাটুন এবং বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউপির নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান জাগো নিউজকে জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা আগামী ২৩ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর