g ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১০ই নভেম্বর, ২০১৭ ইং ২৬শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়  মাদক ব্যবসায়ী ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে  আত্মসমর্পণ করলেন ১৫ মাদক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এসে তার কাছে আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণকারীরা সবাই সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আত্মসমর্পণ করেন তারা।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, আত্মসমর্পণকারীরা এখন থেকে আর মাদকের সঙ্গে যুক্ত হবেন না বলে অঙ্গীকার করেছেন। এদের মতো যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন পুলিশ তাদেরকে স্বাগত জানাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর