বাংলাদেশ-মিয়ানমার সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক শুরু
---
বাংলাদেশ-মিয়ানমারের সিনিয়র অফিসিয়াল পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মিয়ানমারের নেপিদোর হরিজন লেক ভিউ রিসোর্টে বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়েছে। দ্বি-পাক্ষিক এ বৈঠক চলবে দুপুর ১২টা পর্যন্ত।
মিয়ানমার সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, বৈঠক শেষে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
তিনি আরও জানান, সিনিয়র অফিসিয়ালস বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ১৬ সদস্যে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার পৌঁছেছে। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার বিকেলে তারা ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছান।