নিখোঁজ চিকিৎসক বাসায় ফিরলেন সাত দিন পর
---
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ থেকে নিখোঁজের সাত দিন পর আজ মঙ্গলবার ভোরে বাসায় ফিরেছেন চিকিৎসক আলী আল রসুল আতিক (৩৮)। তাঁর ভাই রবিউল ইসলাম দুপুরে এ খবর নিশ্চিত করেছেন।
ডা. আতিক কিছুটা অসুস্থ। বাসায় যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন তিনি। আজ কোনো একসময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস।
ডা. আতিক ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের (সিবিএমসিবি) ফিজিওলজি বিভাগের প্রভাষক। গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকার বাসা থেকে বের হন তিনি। ওই দিন তিনি কর্মস্থলে যাননি। বাসায়ও ফিরে যাননি। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় যান। রাতেই তাঁর মা জোবেদা নাহার চৌধুরী থানায় একটি জিডি (নম্বর ১৫১৪) করেন। এরপর তাঁকে উদ্ধারে তৎপর হন র্যাব ও পুলিশ সদস্যরা।
ডা. আতিক এত দিন কোথায় ছিলেন, কেউ তাঁকে অপহরণ করেছিল কি না এখনো জানা যায়নি।