ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল পরিষ্কার অভিযান শুরু
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৯, ২০১৭
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ কার্যক্রমের অংশ হিসেবে জেলার ঐতিহ্যবাহী টাউন খাল পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ ও পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খালটি পরিচ্ছন্ন করা হচ্ছে। পরিচ্ছন্নতার পাশাপাশি খালের বিভিন্ন অংশের অবৈধ দখল পুণরুদ্ধার করা হবে।