g বিশ্ব দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের সাফল্য | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৩১শে আগস্ট, ২০১৭ ইং ১৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্ব দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের সাফল্য

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৮, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক :ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লার সাঁতারে দারুণ সফলতা লাভ করেছে বাংলাদেশের সাঁতারুরা। রবিবার অনুষ্ঠিত ১৯ কিলোমিটার দূরত্বের সাঁতারে বাংলাদেশের ফয়সাল আহমেদ প্রথম, পলাশ চৌধুরী দ্বিতীয় ও জুয়েল আহমেদ তৃতীয় হয়েছেন। মহিলা বিভাগে একই দূরত্বের সাঁতারে নাজমা খাতুন দ্বিতীয় হয়েছেন। এটি ছিল বিশ্ব সাঁতারের ৭৪তম আসর।

১৯ কিলোমিটার ইভেন্টে সফল হলেও ৮১ কিমিতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। এই ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের চার সাঁতারু।

এবারের বিশ্ব দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় ৯ সাঁতারুর সঙ্গে ৯ লাইফ সেভার এবং দুই কোচ কর্মকর্তা মিলে ২০ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়েছে বলে সাঁতার ফেডারেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।