পাটুরিয়ায় ফেরি বাড়ানো না হলে ঈদে ভোগান্তির শঙ্কা
---
নিজস্ব প্রতিবেদক : বিপজ্জনক স্রোত এড়িয়ে চলতে গিয়ে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। আবার বিকল হয়ে পড়ে থাকায় কমেছে ফেরির সংখ্যাও। যে কারণে প্রতিনিয়ত যানজট দেখা দিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। ঈদের আগে ফেরি ও ট্রিপ সংখ্যা বাড়ানো না হলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, প্রবল স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তাই নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ভাটিপথ ঘুরে চলাচল করছে ফেরিগুলো। এতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লেগে যাওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে নদী পারাপার হতে যানবাহনগুলোকে দীর্ঘ সময় ঘাটে আটকে থাকতে হচ্ছে।
তবে (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজমল হোসেন বলেন, ‘প্রকৃতি ভালো থাকলে ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের কোনও ভোগান্তি হবে না। ঈদের আগে এই রুটে ১৮টি ফেরি মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে প্রতিদিন যাত্রীবাহীসহ কয়েক হাজার গাড়ি পারাপার হয়। প্রতি বছর উভয় ঘাটে ঈদের আগে ঘরমুখো ও ঈদ শেষে এমন ভীড় থাকে।