g মুক্তামনির অপারেশন শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

মুক্তামনির অপারেশন শুরু

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১২, ২০১৭

---

বিরল রোগে আক্রান্ত মুক্তামনির হাতের অপারেশন শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা অপারেশন থিয়েটারে প্রবেশ করেছেন। দেশবাসীর কাছে মুক্তামনির জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিবিসি বাংলাকে বলেন, ‘ মুক্তামনির হাতের অপারেশন অত্যান্ত ঝুঁকিপূর্ণ। আমরা চেষ্টা করবো তার হাতের বাড়তি মাংস কেটে কমিয়ে দিতে। কারণ কোনও প্লাস্টিক সার্জনই কারও অঙ্গ কেটে ফেলার পক্ষে নন। কিন্তু তাতেও যদি হাত ঠিক করা না যায় তাহলে তার জীবন বাঁচাতে বাধ্য হয়েই আমাদেরকে প্রয়োজনীয় (হাত কেটে ফেলার মতো) সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি মুক্তামনিকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তবে ধীরে ধীরে তার অবস্থা আরও অবনতির দিকে যাবে। তাই ডাক্তার হিসেবে আমরা চেষ্টা করে দেখবো। তাদের পরিবারের সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, মুক্তামনিকে গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। এতোদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও গত শনিবার তার বায়োপসি করার পর জানা গেছে মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রথমে মুক্তামনিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা থাকলেও সিঙ্গাপুরের চিকিৎসকরা অপারেশনে অপারগতা প্রকাশ করলে ঢাকা মেডিকেলই তার চিকিৎসার ব্যাবস্থা করা হয়।

এ জাতীয় আরও খবর