জাতিসংঘের উদ্বেগ : রোহিঙ্গা দমনে মিয়ানমারের আরো সেনা মোতায়েন
---
মিয়ানমারে রাখাইন অঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্যে কার্ফিউ’এর মেয়াদ সহ সেনা মোতায়েন বৃদ্ধি করায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার মিয়ানমার সরকারের তরফ থেকে নতুন করে কার্ফিউ বলবৎ ও সেনা মোতায়েন বৃদ্ধির কথা জানানো হয়। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন চলে আসায়, ফের নতুন করে কার্ফিউ ও সেনা মোতায়েনে জাতিসংগের স্পেশাল র্যাপোটিয়ার ইয়াংঘি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উদ্বেগের জন্যে এ বিষয়টি প্রধান কারণ। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করতেই কার্ফিউ ও সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছে।
গত বছর অক্টোবরে রাখাইনে একটি পুলিশ চেকপোস্টের ওপর হামলার পর বেশ কয়েক মাস ওই এলাকায় সেনা অভিযান চলে। এসময় নির্যাতনের মুখে অন্তত ৭৫ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গা মুসলমানরা তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ করে।
রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি কেড়ে নিয়েছে দেশটির সরকার। তাদের ভোটাধিকার নেই। ফলে তারা রাষ্ট্রবিহীন জাতিতে পরিণত হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে অন্যান্য জাতিগত দাঙ্গার সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলছে নির্যাতন ও হত্যাযজ্ঞ। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। এও বলছে রাখাইনের মে উ পাহাড়ি এলাকায় রোহিঙ্গারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে। এধরনের বিবৃতি গত অক্টোবরে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, দেশটির সরকার রাখাইনে আরো সেনা মোতায়েন ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও বাড়াচ্ছে। প্রয়োজনে কার্ফিউ’এর মেয়াদ বাড়ছে। এর লক্ষ্য হচ্ছে ওই এলাকায় সন্ত্রাসীদের প্রতিরোধ করা।
গত কয়েক মাসে রাখাইন অঞ্চলে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে। মুখোশধারী সন্ত্রাসীরা এধরনের সন্ত্রাস ঘটায় বলে অভিযোগ ওঠে। মিয়ানমার সরকার বলছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এধরনের সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি টুইটারে এক বিবৃতিতে এধরনের সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের বসবাস এলাকায় ঘেরাও ও তল্লাশী বৃদ্ধি করা হয়েছে। এ মাসের শুরুতে সেখানে গ্রামবাসীদের সঙ্গে মুখোমুখি হলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালায়।
জাতিসংঘের তরফ থেকে বলা হচ্ছে মিয়ানমারের রাখাইন অঞ্চলে এধরনের অভিযান চালানোর সময় আন্তর্জাতিক মানবাধিকার রীতি অনুসরণ করার জন্যে। জাতিসংঘের র্যাপোটিয়ার ইয়াংঘি লি বলছেন, মিয়ানমার সরকারকে অবশ্যই মানবাধিকারের প্রতি সন্মান ও তা নিশ্চিত করে এধরনের সেনা অভিযান চালাতে হবে।
বৌদ্ধ সংখ্যাগরীষ্ঠ মিয়ানমারে দশ লাখ রোহিঙ্গা মুসলমান দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে বলে আন্তর্জাতিক বিশ্বে দেশটির ব্যাপক সমালোচনা রয়েছে। নাগরিকত্ববিহীন রোহিঙ্গা মুসলমানরা দেশটিতে মৌলিক চাহিদার বাইরে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে দাবি জানিয়ে আসছে। সেখানে জাতিসংঘের তদন্ত দলকে প্রবেশের অনুমতি দিচ্ছে না মিয়ানমার সরকার। আল-জাজিরা