g ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ভারতীয় ভিসা সেন্টার হচ্ছে- ভারতীয় ডেপুটি হাই কমিশনার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ভারতীয় ভিসা সেন্টার হচ্ছে- ভারতীয় ডেপুটি হাই কমিশনার

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১১, ২০১৭

---

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে অচিরেই, ভারতীয় ভিসা সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের জেলরোডস্থ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত একটি সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ‘শেকড়ের সন্ধানে’ নামে একটি সংগঠন এ সুধি সমাবেশের আয়োজন করে।
সোমনাথ হালদার বলেন, বর্তমানে চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্র থেকে ই-টোকেন ছাড়াই ভিসা দেয়া হচ্ছে। প্রতিদিন প্রায় এক হাজার ভিসা ইস্যু করা হচ্ছে চট্টগ্রাম থেকে। খুব শিগগির সব স্থলপথ দিয়ে বাংলাদেশিরা যেন ভারতে প্রবেশ করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে হাইকমিশন।
সুধি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সাংবাদিক মনজুরুল আলম, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

এ জাতীয় আরও খবর