g দেশে নদ-নদীর ৮০ স্থানে পানি বাড়ছে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

দেশে নদ-নদীর ৮০ স্থানে পানি বাড়ছে

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১১, ২০১৭

---

দেশের বিভিন্ন নদ-নদীর ৮০ স্থানে পানি বৃদ্ধি ও ১০ স্থানে হ্রাস পেয়েছে।

শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, তিনটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা এবং সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

তবে কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুরমা নদীর দুটি পয়েন্ট কানাইঘাট ও সুনামগঞ্জ এবং যদুকাটা নদীর লরেরগড় পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে ২৭ সেমি, সুনামগঞ্জে ৪৭ সেমি এবং লরেরগড়ে ১১৮ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর