চীনকে দমাতে ঐক্যবদ্ধ হয়ে গেল আমেরিকা-অস্ট্রেলিয়া-জাপান!
---
আন্তর্জাতিক ডেস্ক :এবার চীনকে দমাতে ঐক্যবদ্ধ হয়ে গেল আমেরিকা-অস্ট্রেলিয়া-জাপান। দক্ষিণ চীন সাগরে দ্বীপ গড়ে তোলায় ও সেখানে সামরিক বাহিনী মোতায়েন করার জন্য চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল একসঙ্গে এই তিন দেশ।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চীন, যা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে বলেই জানা গেছে। আর এতে জলপথে অধিকার ফলাতে চাইছে চীন। তাই চীনের বিরুদ্ধে এবার একজোট হল তিন দেশ।
দক্ষিণ চীন সাগরে চীনের অধিপত্য বিস্তারের অভিসন্ধি নস্যাৎ করতে এর আগে একজোট হয়েছিল ভারত-ভিয়েতনাম। কারণ অন্যান্য দেশের অধিকার থাকা সত্ত্বেও বেআইনি ভাবে দক্ষিণ চীন সাগরকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে যাচ্ছে চীন। তাছাড়া দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভারত-চীন যুদ্ধে গেলে তা বেশ আশঙ্কাজনক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।