g ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘দেসপাসিতো’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭ ইং ২৮শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘দেসপাসিতো’

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৭, ২০১৭

---

বিনোদন ডেস্ক : স্প্যানিশ ভাষায় গাওয়া ‘দেসপাসিতো’ নতুন রেকর্ড গড়েছে। ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওর জায়গা দখল করেছে এটি। ইউটিউব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সোমবার দুপুর এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে ‘দেসপাসিতো’ গানটির মিউজিক ভিডিও ৩০৫ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৮১৯ বার দেখা হয়েছে। এতদিন রেকর্ডটি ছিল বিজ খলিফা ও চার্লি পুথের গাওয়া ‘সি ইউ এগেইন’-এর দখলে। ‘দেসপাসিতো’ ইউটিউবে আরেকটি রেকর্ড করেছে। দর্শকদের সবচেয়ে ‘লাইক’ পাওয়া ভিডিও হওয়ার মর্যাদা পেয়েছে এটি। বিশ্বজুড়ে এ বছর আলোচিত গানগুলোর একটি ‘দেসপাসিতো’।

গত ১২ জানুয়ারি মুক্তি পাওয়া গানটি গেয়েছেন পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকি। মুক্তি পাওয়ার ১০ সপ্তাহের মধ্যেই এটি আমেরিকার সেরার জায়গা দখল করে। এমন ঘটনা শেষ ঘটেছিল ১৯৯৬ সালে।

গানটির রিমিক্স ভার্সনে দেখা গেছে, কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবারকেও। রাজনৈতিক প্রচারে ছবিটি আরেকটি রিমিক্স ভার্সন তৈরি করেছিল ভেনেজুয়েলা। অন্যদিকে মালয়েশিয়া ‘অশ্লীল শব্দ’ থাকায় গানটি নিষিদ্ধ করে।

‘দেসপাসিতো’র আরবি ভার্সনও এখন আলোচনায়। ওমানের এক র‌্যাপ সংগীতশিল্পী দেশে বিদ্যমান যৌতুক প্রথাকে ব্যঙ্গ করে গানটি গেয়েছেন। এছাড়া এটির বাংলা প্যারোডি ভার্সন ‘দেশবাসিতো’ ৫১ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

এ জাতীয় আরও খবর