g কাতালোনিয়াকে সরাসরি শাসনে আনার হুমকি মাদ্রিদের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

কাতালোনিয়াকে সরাসরি শাসনে আনার হুমকি মাদ্রিদের

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১২, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : স্বায়ত্ত্বশাসন বাদ দিয়ে কাতালোনিয়াকে সরাসরি নিজেদের শাসনে আনার হুমকি দিয়েছে স্পেন। বুধবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এ হুমকি দিয়েছেন।

রাজয় একইসঙ্গে বলেছেন, কাতালোনিয়া সরকারের কাছে তার সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, তারা আদতে স্বাধীনতার ঘোষণা দিয়েছে নাকি দেয়নি সে বিষয়টি পরিষ্কার করতে ।

স্পেনের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদমেন ইচ্ছাকৃতভাবে ‘সংশয়’ সৃষ্টি করেছেন।

স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন কাতালোনিয়া রাষ্ট্র গঠনের ঘোষণাপত্রে মঙ্গলবার সই করেছেন কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন ও অঞ্চলিক নেতারা। তবে স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার বিষয়টি তারা কয়েক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন। এর আগে গত ১ অক্টোবর স্পেন সরকারের বিরোধিতা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়। এতে প্রায় ৯০ শতাংশ ভোট কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে পড়ে।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘ আজ সকালে মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে শেষবারের মতো কাতালান সরকারের কাছে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে সুস্পষ্ট জবাব চাওয়ার ব্যাপারে একমত হয়েছে।’

কাতালান সরকারের কাছ থেকে পাওয়া জবাবের ভিত্তিতে আগামী কয়েকদিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান রাজয়।

এ জাতীয় আরও খবর