g আইসিটি মামলায় ক্রিকেটার সানির বিচার শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আইসিটি মামলায় ক্রিকেটার সানির বিচার শুরু

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৩, ২০১৭
news-image

---

আদালত প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ২১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। এরফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এসময় আসামি আরাফাত সানি মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানী শেষে বিচারক সেই আবেদন নাকচ করে দেয়। পরে অভিযোগ গঠনের সময় সানি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

মামলায় অভিযোগ করা হয়, আরাফাত সানির সঙ্গে বাদীনির ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। পরে কিছু আপত্তিকর বাদীনির ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠায় আরাফাত সানি এবং বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ ঘটনায় ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

পরে ঘটনার তদন্ত করে ৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এ জাতীয় আরও খবর